বাউফলে ১৩৩ বস্তা সরকারী চাল জব্দ, আটক-৩

বাউফলে ১৩৩ বস্তা সরকারী চাল জব্দ, আটক-৩


দোলোয়ার হোসেন : পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজারে অভিযান চালিয়ে একটি চালের দোকান থেকে ১৩৩ বস্তা সরকারী চাল জব্দ করেছে থানা পুলিশ। গত শুক্রবার (২৬ জুন ) রাত ৮টার দিকে ওই চাল জব্দ করা হয়েছে। এ সময় আটক করা হয় দোকানের মালিক স্থানীয় চাল ব্যবসায়ী নুরুল হক (৪২) নামের এক ব্যক্তিকে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বগা ইউনিয়নের আজিজ ও ইদ্রিস নামের আরও দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
সুত্রে জানা গেছে, শুক্রবার বিকালে চাল ব্যবসায়ী নুরুল হক কয়েকজন শ্রমিক দিয়ে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত বস্তার চাল নুরজাহান নামের সিলযুক্ত বস্তায় বস্তাজাত করছিলেন। এমন সংবাদ পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে নুরুল হকের দোকানে অভিযান চালায়। এ সময় জব্দ করা হয় খাদ্য অধিদপ্তরের সীলযুক্ত ১৩৩ বস্তা (৩৫০০ কেজি) চাল। চাল গুলো সরকারের কাজের বিনিময় খাদ্য প্রকল্পের (কাবিখা)
আটক কৃত চাল ব্যবসায়ী নুরুল হক জানান, ওই চাল তিনি উপজেলার বগা ইউনিয়নের মো. ইদ্রিস মিয়ার মাধ্যমে আব্দুল আজিজ নামের এক ব্যক্তির থেকে কিনেছেন।
বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ৫ জনকে আসামি করে মামলা হয়েছে। চাল ব্যবসায়ী নুরুল হকের স্বিকারোক্তি অনুযায়ী আব্দুল আজিজ ও মো. ইদ্রিস নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।